parbattanews

উখিয়ার ৩৬৫টি মসজিদে ১৮লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ

কক্সবাজারের উখিয়ার পাঁচটি ইউনিয়নের ৩৬৫টি মসজিদে ১৮ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার সকাল১০টার দিকে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রেরিত করোনা সংকটে উৎসাহিত করার জন্য সারা দেশব্যাপী প্রতি মসজিদের জন্য পাঁচহাজার টাকা বরাদ্দ দেন।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন আযান সবাই শুনেন। তাই করোনা সংক্রমন রোধে মসজিদ থেকে প্রচারনা শুরু করে সরকারের নির্দেশনার ব্যাপারে অবগত করতে হবে। বলার দায়িত্ব আপনাদের। বাস্তবাযনের দায়িত্ব প্রশাসনের।

এসময় ফলিয়া পাড়া জামে মসজিদের সেক্রেটারি ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুনুর রশিদ ও বালুখালী পানবাজার মসজিদের সেক্রেটারি মাওলানা গফুর উল্লাহসহ ৫ ইউনিয়নের ৫ জন সেক্রেটারির কাছে ২৫ হাজার টাকার চেক প্রদান করেন। এবং বাকী ৩৬০মসজিদের জন্য ১৮ লাখ টাকার চেক ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রেরন করা হবে বলেও জানিয়েছেন।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবদুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম ও সহকারী মাওলানা জাফর আলম।

Exit mobile version