parbattanews

উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আরও পাঁচ হাজার ৯৮৭ রোহিঙ্গা পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আরও পাঁচ হাজার ৯৮৭ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (৪ মে) সকাল ১০টায় উখিয়ার ক্যাম্প-৯ এর মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়। এনিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ হাজার ২১৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়াও পুড়ে ছাই হয়ে যায় ১০ হাজার ঘর। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তার নিয়োজিত সেনাবাহিনী অন্যান্য সংস্থার সমন্বয়ে রোহিঙ্গাদের ত্রাণ প্রদানসহ নানা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রমজানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। ০৪ মে তৃতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৫২ রোহিঙ্গা পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি প্রদান করা হয়। এ কার্যক্রমে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টাস্কগ্ৰুপ কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Exit mobile version