উখিয়ায় অত্যাধুনিক অস্ত্রের গুলি উদ্ধার
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মাদারবুনিয়া থেকে এসএমজি অস্ত্রের ৪৭৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাশরুরুল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় মকবুল আহমদ মাস্টারের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, অপরাধী চক্র গুলি গুলো অন্যত্র সরবরাহ করার জন্য ওই এলাকা এনে মজুদ করেছিল। পরে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা দেখে গুলি গুলো ওই জমিতে কৌশলে ফেলে রাখে।
Facebook Comment