উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের উখিয়ার ময়নার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অর্ধ কোটি।
আটককৃত হলেন উখিয়ার কুতুপালং সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবু সোহাগের ছেলে কলিম উল্লাহ (৩০)।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উখিয়া থানায় সোপর্দ্দ করা হয়েছে। র্যাব পনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ
Facebook Comment