parbattanews

উখিয়ায় অর্ধ কোটি টাকার ইয়াবা উদ্ধার: তিন রোহিঙ্গা আটক

ইয়াবাসহ আটককৃত তিন রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অর্ধ কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছেন।

সোমবার(২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুর আহমদের ছেলে মোহাম্মদ আনস, মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ নুর ও কবির আহমদের ছেলে মোহাম্মদ বদি আলম।

জানাযায়, উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশনের পূর্ব পাশে কমিউনিটি ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় খবর পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন রোহিঙ্গা কে আটক করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা সকলকেই মিয়ানমার নাগরিক। পরে আসামীদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার রাত আটটার দিকে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের সোপর্দ করা হয় ।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার ওসি আবুল মনসুর এর সত্যতা স্বীকার করেন।

Exit mobile version