parbattanews

উখিয়ায় ইউপি সদস্যের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

উখিয়ায় ইউপি সদস্যের হস্তক্ষেপে এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাসিন্দা শাহজাহান আলম এর অপ্রাপ্ত বয়সী মেয়ে সাদিয়া আক্তারকে বাল্যবিবাহ দিচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৫নং ওয়ার্ডের সদস্য সরওয়ার কামাল বাদশা ও রত্নাপালংয়ের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহমদ স্থানীয়দের নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এসএসসি পরিক্ষার্থী অপ্রাপ্ত বয়সী এক মেয়ের বিয়ের মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্থানীয়দের নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে অনেকে বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা শাহজাহান আলম, মা শাহিনা আক্তার ও চাচা বাবুল আলমের কাছ থেকে ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

Exit mobile version