উখিয়ায় ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। বুধবার (৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার থাইংখালী হাকিমপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. আব্দুল জলিল (২৪) ও থাইংখালী রহমতের বিলের বক্তার মিয়ার ছেলে মিজানুর রহমান (২৩)।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদ পেয়ে গয়ালমারা এমএসএফ হাসপাতালের পাশে অভিযান চালায় র্যাব। ঘটনাস্থলে স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করলে ইয়াবা পাওয়া যায়।
পরে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।