parbattanews

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ শাহাব মিয়া (৪০) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটক শাহাব মিয়া বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৃত সুলতানের ছেলে।

বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। এ সময় সাইদুল আমিন (২৮) নামের তার এক সহযোগী পালিয়ে যায়। পলাতক সাইদুল আমিন বালুখালী ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের নুরু সালামের ছেলে।

র‌্যাব জানায়, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীরছড়া সংলগ্ন মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ২৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version