parbattanews

উখিয়ায় ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। রোববার (১৮ জুলাই) পালংখালী গয়ালমারা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর হোসেনের ছেলে মো. আনোয়ার (২১), মৃত সেকান্দরের ছেলে আবু মূসা (৩২) এবং ১৪ নম্বর ক্যাম্পের মৃত গুরা মিয়ার ছেলে রুহুল আমিন (২৭)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গয়ালমারা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৫। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

Exit mobile version