parbattanews

উখিয়ায় উপকূলে অবৈধ কারেন্ট জাল জব্দ

বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য এলাকা থেকে মশারী জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২২জুন) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জালিয়া পালং ইউনিয়নের ইনানী ও মনখালী এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন উখিয়া উপজেলা মৎস্য অফিসার শেখ মো. এরশাদ বিন শহীদ।

তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ইনানী, ও মনখালী সমুদ্র সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে স্ব-স্ব মৎস্যঘাট এলাকায় কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

Exit mobile version