parbattanews

উখিয়ায় ঘর পাচ্ছে ৪৩ গৃহহীন ও ভূমিহীন পরিবার

কক্সবাজারের উখিয়ায় ৩য় পর্যায়ে ২ ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৪৩ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বুধবার বিকেলে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিববর্ষে একজনও মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই ঘোষণা বাস্তবায়নে উখিয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) ৩৬৫ টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

২১ জুলাই ৩য় পর্যায়ের ২ ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছে ৪৩ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আল মামুন, উখিয়া প্রেসক্লাব এবং উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Exit mobile version