parbattanews

উখিয়ায় জনসচেতনতায় পুলিশের মনিটরিং অব্যাহত

করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৪টা পর্যন্ত শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি এ প্রজ্ঞাপন জারির পর শপিংমল খুলতে শুরু করে ব্যবসায়ীরা।

ফলে শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলার কথা থাকলেও তা মানছেনা অধিকাংশ ব্যবসায়ীরা। তাছাড়া বিকাল ৪টার পরও শপিংমল, হাট বাজার খোলা থাকায় জনসাধারণকে সচেতনতায় ফেরাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উখিয়া থানা পুলিশ।

নিয়মিত এ সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে রবিবার বিকাল ৪টার পর শপিংমল খোলা থাকায় উখিয়া থানার এএসআই বিএম শামীম নিজেই শপিংমলে গিয়ে দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেন। স্বশরীরে উপস্থিত থেকে জনসাধারণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

তিনি একাই জনসাধারণকে সচেতনতার আহ্বান করে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। তার এই অক্লান্ত পরিশ্রম আর জনসাধারণকে সচেতনতা সৃষ্টি করতে দেখে অনেকেই তার প্রশংসা করেন।

উখিয়া থানার এএসআই বিএম শামীম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উখিয়া থানার ওসি মহোদয়ের নির্দেশে নিয়মিত সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে পার্বত্যনিউজকে জানান।

Exit mobile version