উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে খেলার মাঠ থেকে তাঁদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তাঁদের কাছ থেকে ১টি লম্বা কিরিচ, ৪টি চাপাতি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন মো. ছাদেক (২৪), মো. জোবায়ের (২২), মো. আমিন (৩৮), মো. আকাশ (১৮) ও আবদুল আমিন (২২)। তাঁরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন কিছু রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে উখিয়ার রাজাপালং ইউনিয়নে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ /ইস্ট–এর সাব ব্লক বি-ডব্লিউ-১ দক্ষিণ পার্শ্বে খেলার মাঠের একটি দোকানের সামনে থেকে ওই পাঁচজনকে আটক করেন এপিবিএন। তাঁদের কাছ থেকে দেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গাদের মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাঈমুল হক।