parbattanews

উখিয়ায় দুপুরে অগ্নিকাণ্ড, বিকালে ইউএনও’র সহায়তা

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ নাপিত পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল নদগ টাকা ও খাদ্য সহায়তা।

সোমবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব সহায়তা তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

এর আগে, দুপুর ১টার দিকে ওই এলাকার উত্তম কুমার শর্মা, সন্দী শর্মা ও অজিত শর্মার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, “হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে ঢেউটিনসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে।”

Exit mobile version