parbattanews

উখিয়ায় নতুন উদ্ভাবনী বিটি বেগুন জাতের ফলন উৎপাদনের প্রদর্শনী

Pic Ukhiya 17-04-2017 (2) copy

উখিয়া প্রতিনিধি:

ফল ছিদ্রকারী পোকার আক্রমন থেকে রক্ষা ও অধিক ফলন উৎপাদনে নতুন জাত উদ্ভাবন বারী বিটি বেগুন চাষ প্রদর্শনী উপলক্ষে কৃষক মাঠ দিবস সোমবার বিকেলে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। স্থানীয় চাষী হাজী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে বীরেশ্বর রুদ্র, তারেক মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, মোস্তাক আহমদ, রায়হান উদ্দিন, নিউটন চৌধুরী ও চাষী হারুন-অর রশিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) এসএম শাহজাহান।

প্রদর্শনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম চাষীদের উদ্দেশ্যে বলেন, কৃষি গবেষনার কেন্দ্রে উদ্ভাবিত নতুন জাতের বিটি বেগুন চাষ করলে ফলনে কোন প্রকার ফল ছিদ্র পোকা আক্রমন করতে পারবে না। স্বাভাবিক বেগুন চাষের চেয়ে দ্বিগুন ফলন উৎপাদন সম্ভব।

তিনি আরও বলেন, নতুন বিটি বেগুন চাষের কোন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে না। এতে চাষীদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। তাই কৃষক-কৃষানিদেরকে নতুন জাতের বিটি বেগুন চাষ করার জন্য উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Exit mobile version