parbattanews

উখিয়ায় পাহাড়ের মাটি চাপায় ৩ রোহিঙ্গা নিহত

উখিয়া রাজাপালং ৬নং ওয়ার্ডের মুহুরিপাড়ায় পাহাড়ের মাটি চাপা পড়ে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।

তারা হলেন, ব্লক- বি/১, ক্যাম্প- ১/ইস্টের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর, ব্লক- সি/১৪, ক্যাম্প- ১/ডব্লিউর মৃত আব্দুল মতলবের ছেলে জাহিদ হোসেন ও ক্যাম্প-১৭, সাব ব্লক- এইচ/১০৭ এর সুলতান আহমদের ছেলে নুর কবির।

বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, মঙ্গলবার কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে দীর্ঘ চেষ্টায় যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পাহাড় কাটতে গিয়ে ৩ রোহিঙ্গা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ভিডিওতে দেখুন:

কক্সবাজারে মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিক নি*হ*ত

Exit mobile version