parbattanews

উখিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার

উখিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ক‍্যাম্প ৮ ইস্ট, ব্লক বি-৬২ এবং ব্লক বি-৪৯ এর মাঝখানে ঘটনাটি ঘটে।

নিহতদের একজনের নাম সলিম উল্লাহ (৩৩)। তিনি ক‍্যাম্প ৮ ইস্টের ব্লক বি-২৪ এর বাসিন্দা মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী শনিবার (১০ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪০ থেকে ৫০ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী ক‍্যাম্প ৮ ইস্টের হেড মাঝি মো. রফিকে মারতে যায়। সংবাদ পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গা সন্ত্রসীরা ‘পুলিশ, পুলিশ’ বলে গুলি ছুঁড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্রের অংশ বিশেষ (দেশীয়) এল.জি, চার রাউন্ড তাজা কার্তুজ, ১টি ছোরা, ১টি ম‍্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও ৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে শটগান এবং চায়না মিলিয়ে প্রায় ৭৩ রাউন্ড গুলি করে পুলিশ।

ওসি জানান, নিহত রোহিঙ্গা সন্ত্রাসীদের লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গুলিবিদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে গেছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Exit mobile version