parbattanews

উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

প্রতীকী ছবি

উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন রোহিঙ্গাসহ মোট ৪ জনকে আটক করেছে। আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় এ অভিযান চালানো হয়।

এর মধ্যে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজার গামী ব্যাটারি চালিত অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে চার হাজার পাঁচ শত ইয়াবাসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন লামা উপজেলার মেরা খোলা গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল মালেক (৪১) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের মো. ইসহাকের ছেলে মো. তৈয়ব (৩০।

অপর দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টেরর বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজার গামী যাত্রিবাহি বাস তল্লাশী করে ৯‘শ ৯০ টি ইয়াবাসহ এক নারীকে আটক করেন। আটক নারী হলেন পেকুয়া উপজেলার শীল খালী গ্রামের সেকান্দর আলীর ছেলে মিনা আকতার (৩২)। ৩৪ বিজিবির কতৃর্ক পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

এদিকে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রিবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে এক হাজার ইয়াবাসহ ১জনকে আটক করেছে। আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার পুর্ব নয়াবাজার গ্রামের মোচন আলীর ছেলে মো. গিয়াস উদ্দীন (১৬)।

শুক্রবার রাত আটটার দিকে হুীলা থেকে কক্সবাজার গামী যাত্রিবাহি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবাসহ যুবক কে আটক করেন। আটককৃত যুবক কে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version