উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উখিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়া তুতুরবিল ঘোনারপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে জামাল উদ্দিন (৪৪), আদর্শ পাড়া এলাকার আছহাব মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (২৮), লোহাগাড়ার চুনতি হাদুর পাড়া এলাকার আঃ হাকিমের ছেলে লোহাগ আবু হানিফ (২২), একই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. আসিফ (১৯)।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১টা ৩৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৬০০ পিছ ইয়াবাসহ উখিয়া তুতুরবিল ঘোনারপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে জামাল উদ্দিন (৪৪) কে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।
একই রাত ২টা ১৫ মিনিটের সময় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায় উখিয়া থানা পুলিশ। এসময় ৪০০০ পিস ইয়াবাসহ আদর্শ পাড়া এলাকার আছহাব মিয়ার ছেলে মোহাম্মদ হোসাইন (২৮), লোহাগাড়ার চুনতি হাদুর পাড়া এলাকার আঃ হাকিমের ছেলে লোহাগ আবু হানিফ (২২), একই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. আসিফ (১৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।