parbattanews

উখিয়ায় পৃথক অভিযানে মাটি ভর্তি ডাম্পার, অবৈধ কাঠ, ড্রেজার মেশিনসহ আটক ১

উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার, অবৈধ কাঠ, ড্রেজার মেশিনসহ একজনকে আটক করেছে বনবিভাগ৷ রোববার (০৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে বলা যায়, উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের মধুরছড়া গহীণ অরণ্যে অভিযান চালিয়ে পাহাড়ের মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করা হয়।

অপরদিকে থাইংখালী বিট কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্ধ করা হয়।

একই সময় পার রাজাপালং বিট কর্মকর্তা ক্যাচিং মার্মা বনকর্মীদের সহযোগিতায় তুতুরবিল মাশরাফ আলী ঘোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তোলন করার সময় ড্রেজার মেশিনসহ একজনকে আটক করা হয়। ধৃত ব্যক্তি জালিপালং ইউনিয়নের ছেপটখালী এলাকার সুলতান আহমদের ছেলে জয়নাল আবেদীন।

গোপন সূত্রে জানা যায়, জব্দকৃত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে আসছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে৷ তিনি এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন।

Exit mobile version