উখিয়ায় প্রবল বর্ষণে ৪০ গ্রাম প্লাবিত: নিখোঁজ ৫

উখিয়া প্রতিনিধি:

প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ার ৪০টি গ্রামের ৫ শতাধিক ঘর-বাড়ি প্লাবিত ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।

জানা গেছে, উপজেলায় ৫ ব্যক্তি নিখোঁজ রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে। বর্ষণের কারণে কক্সবাজার টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার কারণে ছুটা ছুটি করেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানিয়েছেন উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালংখালী ও রাজাপালং ইউনিয়ন। পালংখালীর আঞ্জুমান পাড়া, পশ্চিম পালংখালী,পণ্ডিত পাড়া, রহমতের বিল সহ প্রায় ১০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। একই অভিমত জানিয়েছেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।  তিনি জানিয়েছেন উখিয়া সদর সহ সব গ্রাম পানির নিচে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে এখনও নিরাপদে আশ্রয় নিতে পারেনি বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া অতিবৃষ্টির ফলে টেকনাফের ডাইভারশন সড়ক প্লাবিত হয়ে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় পর্যটন বাহী যান বাহন ঘন্টার পর ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে ২দিনের অবিরাম বর্ষণে উখিয়া উপজেলার পালংখালী, রাজাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নের প্রায় ৫ শতাধিক ঘর-বাড়ি প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন বহু কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার কারণে চরমভাবে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন জানিয়েছেন উখিয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনও ক্ষতির পরিমান জানা যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন