parbattanews

উখিয়ায় বন্যহাতির আক্রমনে নিহত ১

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমনে এক বয়োবৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইলস্থ ঘোনারমোড় এলাকার মৃত ফজল করিমের ছেলে ইসহাক আহম্মদ (৮০) প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের যাওয়ার পথে বন্যহাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন লোকজন জানান, যেখানে বন্যপ্রানীর আবাসস্থল ছিল সেখানে রোহিঙ্গা ও স্থানীয় ভুমিদস্যুদের আবাসস্থল হয়েছে। যার কারণে বন্যপ্রানীরা লোকালয়ে বিচরণ করে তাণ্ডব চালিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন,হাতির আক্রমনে একজন নিহত হয়েছে বলে শুনেছি।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ বলেন, আমি বাহিরে থাকায় এব্যাপারে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

Exit mobile version