parbattanews

উখিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া ৩ জনের মরদেহ উদ্ধার

উখিয়ায় দুইদিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া ৩ জনের মরদেহ বুধবার উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত মরদেহ গুলোর মধ্যে একজন পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চোরাখোলা এলাকার বাসিন্দা মৃত অলি আহমদের ছেলে আব্দুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানিয়েছেন, সে মঙ্গলবার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজাখুঁজি করার পর বুধবার সকাল সাড়ে ১০টার সময় তার মরদেহ চোরাখোলা খালের পাড় থেকে উদ্ধার করা হয়।

অপরদিকে ২৭ জুলাই বিকেল ৫টার দিকে মাসকারিয়া খালের পানিতে পড়ে নিখোঁজ হয় রাজাপালং ধইল্যার ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে আকবর আলী (৩১)।

২৮ জুলাই সকাল ৯টা দিকে মাসকারিয়ার বিলের থেকে তার লাশ পাওয়া গেছে এমনটি সূত্র নিশ্চিত করেছে।

একইভাবে রাজাপালং ইউনিয়নের দুছরীখাল সাঁতরে পার হওয়ার সময় ভেসে যায় মালিয়ারকুল এলাকার মো. ইসলামের ছেলে মো. রুবেল (২২) লাশ বুধবার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা কুলাল পাড়ার ভাসতে দেখে স্থানীয়রা রুবেলের পরিবারকে খবর দিলে বিকাল সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার হয় বলে জানিয়েছেন স্থানীয় সালাহ উদ্দিন আকাশ।

তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, দ্রুত সময়ের মধ্যে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Exit mobile version