parbattanews

উখিয়ায় বালু উত্তোলনের সময় পাহাড়ের মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলনের সময় আব্দুল খালেক (১৮) নামের এক যুবক পাহাড়ের মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেছে৷ সে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দু রহমানের ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, থাইংখালী এলাকার জুয়েল নামের এক ব্যক্তির শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক। ঠিক প্রতিদিনের ন্যায় রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধসের ঘটনাটি ঘটে। এসময় নিচে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।

Exit mobile version