উখিয়ায় বিদেশি বিয়ারসহ আটক ১
কক্সবাজারের উখিয়ায় ৩২ ক্যান বিদেশি বিয়ারসহ কায়েস (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার ( ২০ মে) সন্ধ্যায় দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। কায়েস উপজেলার ঘিলাতলী পাড়ার লোকমান হাকিমের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার দরগাহ বিল এলাকায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক যুবককে আটক করা হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে বিপুল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।