উখিয়ায় মাইক্রোবাস ও ডাম্পার সংঘর্ষে এনজিওর গাড়ি খাদে: আহত-৫


উখিয়ায় এনজিও সংস্থার মাইক্রোবাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এনজিও সংস্থার গাড়ি যাত্রীসহ খাদে পড়ে যায়। এসময় ৫জন এনজিও কর্মী আহত হয়েছে। দুঘর্টনায় পতিত গাড়িটি তুরস্কের এনজিও সংস্থা টাই এর বলে জানা গেলেও আহতদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি ) কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্পমুখী এনজিও সংস্থার গাড়ি ও বিপরীত দিক দিয়ে আসা ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার কিনারা দিয়ে আসা এনজিও সংস্থার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
মাইক্রোবাস গাড়িতে থাকা সব এনজিও কর্মীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উখিয়া স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রঞ্জন বড়ুৃয়া রাজন জানান, আহত এনজিও কর্মীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।