parbattanews

উখিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মুজিব বর্ষ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

কক্সবাজার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ক্ষণ গণনা স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার সময় উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উখিয়ার দক্ষিন স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করেন।

উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন। অনুষ্ঠানের ২য় দিনে বর্নাঢ্য র্যালী পরবর্তী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রচার আলোচনা সভায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

উখিয়ার সহকারী কমিশনার ভুমি আমিনুল এহসান খান, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রনজন বড়ুয়া রাজন প্রমুখ।

শোভাযাত্রায় অংশ নেন উখিয়া থানার ওসি আবুল মনসুর, উখিয়া বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দীন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

এছাড়া উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version