parbattanews

উখিয়ায় রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবি, ১৪জনের মৃতদেহ উদ্ধার

 

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে।  পরে বিকেল সাড়ে ৫টার দিকে ইনানীর পাতুয়ারটেক সমুদ্র সৈকত এলাকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

উখিয়া জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বিকেলে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয় জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ১৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ১৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইন উদ্দিন যাচ্ছেন। নিদের্শনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version