parbattanews

উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা শাহ আলম (৩১)

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ শাহ আলম (৩১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহ আলম কুতুপালং রোহিঙ্গা শিবিরের হাশেম মোল্লার ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা মজুদের খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল কুতুপালং শরণার্থী রেজিষ্টার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকের এমআরসি নং-জেড-২৪২০, শেড নং-৫০, ৪নং রোমের বাসিন্দা হাশেম মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মজুদ করা ১ হাজার পিস ইয়াবাসহ শাহ আলমকে আটক করা হয়।

আটক শাহ আলমকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মির্জা শাহেদ মাহতাব।

Exit mobile version