parbattanews

উখিয়ায় র‌্যাবের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাবিল খিল্ল্যা মারা জামে মসজিদের নিকটে এক অভিযান পরিচালনা করনে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন তারা।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের পরিচয় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিল্ল্যা মারা এলাকার কবির আহাম্মদের ছেলে মো. আব্দুল আলম(৩৫) ও একই গ্রামের রশিদ আহাম্মদের ছেলে নুরুল হাকিম প্রকাশ সুলতান প্রকাশ বাইট্টা(৩০) বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা টেকনাফ ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দরে বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version