উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এক অভিযান চালিয়ে ৯ হাজার ৯শত ৭০পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বেলা দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উখিয়ার বিটিভি উপকেন্দ্রের টাওয়ার সংলগ্ন রাস্তার উপর থেকে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-ই-৩ এর সৈয়দ আলমের পুত্র আবদুস শুক্কুর (২৪) কে পালানোর সময় র্যাব-১৫ সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে, তার কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে উখিয়া থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবাসহ হস্তান্তর করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে সারাদেশে বিক্রি করত বলে র্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।