parbattanews

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

উখিয়ার পালংখালী বিওপি’র বিজিবি সদস্যগণ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর ৪টায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে যুবক জামাল উদ্দিনকে আটক করা হয়।

আটক যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রাহমতের বিল গ্রামের কলিমুল্লাহ প্রকাশ কলির ছেলে। জামালকে মাদকদ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছেন বিজিবি।

কক্সবাজার-৩৪ বিজিবির উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, পালংখালীর উত্তর রহমতের বিল এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। সে সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ইয়াবাসহ জামাল উদ্দিন (২৭) বিজিবি সদস্যদের হাতে আটক হয়।

ধৃত আসামির সঙ্গে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও ওই মামলায় একই গ্রামের কলিমুল্লাহর কামাল উদ্দিন (২৯), জসিম উদ্দিন (২০), আমিন মিস্ত্রির ছেলে মো. হারুন মিয়া (২১) ও মৃত হোসেন আলীর ছেলে জানে আলমকে (৩০) পলাতক আসামি করা হয়েছে।

Exit mobile version