parbattanews

উখিয়ায় ২৭ হাজার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

উখিয়া উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৭ হাজার শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (০৮ জানুয়ারি) সকাল ১০টায় এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

প্রথম দিনে উখিয়া উপজেলা পরিষদ হলরুম ও উখিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুটি কেন্দ্রে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকাগ্রহণের পর শিক্ষার্থীরা বলে, তাদের কোন সমস্যা হয় নি। প্রধানমন্ত্রীর নিকট তারা কৃতজ্ঞতা জানায়।

অভিভাবকরা জানান, করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীরা সুরক্ষিত থাকবে। তাই গুরুত্বের মাধ্যমে ছেলে/মেয়েদের টিকা নিতে উৎসাহ দেওয়া হচ্ছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, ৮ থেকে ১৫ তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের শিক্ষার্থীদের নিয়ে টিকা গ্রহণ করতে প্রস্তুত আছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, আজ সুন্দরভাবে টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করছি উপজেলার সকল শিক্ষার্থী করোনার টিকার আওতায় আসবে।

টিকাদান কর্মসূচি পর্যবেক্ষণ শেষে কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, সরকার চেষ্টা করছে খুব দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে খুলে দিতে। এজন্য স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণের কোন বিকল্প নেয়।

Exit mobile version