parbattanews

উখিয়ায় খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে ৩ ব্যক্তিকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

15

কক্সবাজার প্রতিনিধি : 
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা বস্থিতে ত্রাণ সামগ্রী বিতরণকালে ৩ ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত ব্যক্তিরা ত্রাণ সামগ্রী বিতরণের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছিল।

সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ন্যাশনাল খ্রিস্টান ফেলোসিফ অব বাংলাদেশের সভাপতি বিসপ ফিলিপ অধিকারী (৩৭), পালক বিকাশ মন্ডল (৩৩) ও শংকর দাশ (৩৪)। ফিলিপ অধিকারী হলেন গোপালগঞ্জের মোকছেদপুরের নবীন চন্দ্র অধিকারী’র ছেলে। শংকর দাশ হলেন, ঝিনাইদহের শৈলাকুপা’র মন্টু দাশের ছেলে। আর পালক বিকাশ মন্ডল হলেন কালিগ্রামের বকুল মন্ডলের ছেলে।

স্থানীয়দের অভিযোগ ত্রাণ বিতরণের নামে একদল লোক রোহিঙ্গা বস্থিতে খ্রিস্টান ধর্ম প্রচার করছে গত কয়েকদিন ধরে। এ খবর জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য জাহেদুল আলমের মাধ্যমে ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছিল। পরে যাচাই-বাচাই করে তাদের ছেড়ে দেওয়া হয়।

Exit mobile version