উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নবাব আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তেলখোলা নামক এলাকা থেকে তাকে আটক করে উখিয়া থানা পুলিশ।
নবাব আলী উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকার পেয়ার আলীর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পালংখালী ইউপিস্থ তেলখোলা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করে। আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, উখিয়ায়
Facebook Comment