parbattanews

উখিয়া উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি: ৪ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সমুদ্র উপকুলীয় এলাকায় রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুসহ ৪জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসময় স্থানীয়দের সহায়তায় ৩৬জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(৩১ অক্টোবার) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইলাখালী এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, আজ(মঙ্গলবার) সকালে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাইলাখালী এলাকার কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। এসময় ৪জনকে মৃত ও ৩৬জনকে জীবিত উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, নৌকার মাঝি অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া মৃতদেহ গুলোর মধ্যে ২ শিশু, ২জন নারী। তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৯০জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Exit mobile version