উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর হেড মাঝি আজিম উদ্দিন হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১০ জুন) নিহতের স্ত্রী সমসিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করেন। যার মামলা নং-৫২।
মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরও ২০ জন। রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয় নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) গাজী সালাউদ্দিন।
তিনি জানান, নিহত আজিম উদ্দিনের স্ত্রী সমসিদা বাদী হয়ে ১৫ জন এজাহানামীয় ও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ক্যাম্প পুলিশী টহল ও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত ৮টার দিকে ক্যাম্প-১৮ এর বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।