parbattanews

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ১০ থেকে ১২টি বসত-ঘর ও দু’টি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের জনৈক ব্যক্তির বসত-ঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহুর্তে আশপাশের বসত-ঘরে ছড়িয়ে পড়ে।

ছৈয়দ হারুন অর রশীদ বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

এডিআইজি আরো বলেন, ‘আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।

Exit mobile version