৩ নম্বর সতর্ক সংকেত

উত্তাল সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড়ের আশংকা

fec-image

বৈরী আবহাওয়ার ফলে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। অব্যাহত ৩ নম্বর সতর্ক সংকেতে রয়েছে থেকে থেকে বৃষ্টিপাত।

এ পরিস্থিতি আরো কদিন থাকার পাশাপাশি ঘূর্ণিঝড়ের আশংকা করছে আবহাওয়া অফিস। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।

তিনি জানান,‘উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৬, ২৭ কিংবা ২৮ তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।’

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে সতর্কতা হিসেবে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক পর্যটক সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে গোসলে নামছেন। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্য, বীচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন