কাপ্তাই জাতীয় উদ্যানে উদ্ধার হওয়া দশফুট দৈর্ঘ্য অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে বন বিভাগের লোকজনের উপস্থিততে সাপটি অবমুক্ত করা হয়েছে।এসময় কাপ্তাই রেঞ্জের বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষান ফাঁড়ি কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো কবির হোসেন, বনপ্রহরী মতিয়ার এর উপস্থিততে সাপটি অবমুক্ত করে।রাঙামাটি সদর টহল দল নেতা মো.শফিকুল ইসলাম জানান, রাঙামাটি সদর রেঞ্জ পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের লোকজন শনিবার বিকালে রাঙামাটি সদর বিলাইছড়ি পাড়া পলাশ তঞ্চঙ্গ্যার বাসা হতে অজগর সাপটি উদ্ধার করে। বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় এটি কাপ্তাই জাতীয় উদ্যানে করা হয়।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255