উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার
পাহাড়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
রবিবার (১৬ জুন) জুরাছড়ি উপজেলায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে পৃথক ২টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন কালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা এ সব কথা বলেন।
তিনি বলেন, সরকার পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিচুক্তি সম্পাদন করেছে। এই চুক্তি পূর্ণ বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার আন্তরিক। তারই ধারাবাহিকতায় পাহাড়ের ভূমি সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যা হ্লা খই, পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।