parbattanews

উন্নয়নের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা চান খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যস্ত সময় কাটালেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ।

এরপর মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত সভায় সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারা দেশের মতো মহালছড়িতেও বৃদ্ধ ভাতা, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর পর পর মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম, চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এছাড়া খাগড়াছড়ি জেলা তথ্য অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”, শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান হিসেবে যোগদান করেন।

Exit mobile version