‘পাহাড়ের সম্প্রীতি ও দৃশ্যমান উন্নয়নে বাধাগ্রস্তকারীদের কঠোর হাতে দমন করা হবে’

fec-image

পাহাড়ে আজ উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।সম্প্রীতি ও উন্নয়নে বাধাগ্রস্তকারীদের কঠোর হাতে দমন করা হবে মন্তব্য করে  ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল কাজী মোঃ কাওসার জাহান বলেছেন, উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে।এ ধারা অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে জোন সদর দপ্তরে মাসিক মত-বিনিময় ও নিরাপত্তা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন জোন অধিনায়ক কাজী মোঃ কাওসার জাহান।

এসময় নবাগত ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ আহমেদ চিশতী, জোন উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বী, মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ, তামান্না মাহমুদ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মোঃ মাঈন উদ্দিন ও মেমং মারমা’সহ গুইমারা, রামগড়, এবং মানিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে নবাগত জোন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ আহমেদ চিশতীর সাথে আগত অতিথিবৃন্ধের পরিচয় ও কৌশল বিনিময় হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন