parbattanews

মহেশখালীতে উন্মুক্ত লোনা পানিতে সমন্বিত মৎস্য চাষের সেমিনার ও মাঠ পর্যায়ে প্রদর্শনী

মহেশখালীতে উন্মুক্ত লোনা পানিতে সমন্বিত মৎস্য চাষের সেমিনার ও মাঠ পর্যায়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুনীল অর্থনীতি উন্নয়নে মেরিকালচারে এই স্লোগানে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ¦ আশেক উল্লাহ রফিক।

ছোট মহেশখালীর আদিনাথ জেটিঘাট সংলগ্ন স্থানে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. শিরিন আকতারের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট মহা পরিচালক ডঃ ইয়াহিয়া মাহমুদ, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স পরিচালক প্রফেসর ড. মো শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন, জানা গেছে গত ১ মাস ধরে আদিনাথ জেটিঘাটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা মাৎস্য উপর গবেষনা চালিয়ে যান।

Exit mobile version