উন্মুক্ত হচ্ছে পর্যটনের অন্যতম কেন্দ্র “দেবতাকুম”

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে পর্যটক ভ্রমনের জন্য আগামীকাল উন্মুক্ত হচ্ছে পর্যটনের অন্যতম কেন্দ্র "দেবতাকুম"।

সোমবার রাতে জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত মাধ্যমে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইন শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারী সভার সিদ্ধান্ত ও উপজেলার অফিসাএ কার্যালয় রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা গত ৪ ফেব্রুয়ারী ০৫.৪২.০৩৮৯. ১৫১.০৬.০৩৩.২৫-৭৪ নং স্মারক মূলে প্রেরিত পত্রে আলোকে রোয়াংছড়ি উপজেলা দেবতাকুম পর্যটন কেন্দ্রটি আগামি ১১ ফেব্রুয়ারী হতে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হল।

জানা গেছে, গেল বছর ফেব্রুয়ারী দিকে রুমা ও থানচিতে দুটি ব্যাংকের অতর্কিত ভাবে ডাকাতির শুরু করে কেএনএফ সদস্যরা। এই ঘটনাটি পর তিন উপজেলায় নিরাপত্তা জনিত কারণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

এরপর থেকে টানা কয়েক বছর মুখ থুবরে পড়েছে রোয়াংছড়ি উপজেলা পর্যটনের খাত। বেকার হয়ে পড়ে রোয়াংছড়ি উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী,চালক ও পর্যটন গাইড। টানা একছর পর আবারো অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাকুম নিষেধাজ্ঞা তুলে নেয়াতেই খুশি পর্যটনের সংশ্লিষ্টরা।

রোয়াংছড়ি পর্যটক গাইডের সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ এক বছর পর নানা অবসান ঘটিয়ে আগামিকাল দেবতাকুম নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। আগামীকাল থেকে আবারো পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পর্যটন কেন্দ্র দেবতাকুম। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটক গাইডের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।

ট্যুরিস্ট অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগামিকাল থেকে পর্যটন কেন্দ্র দেবতাকুম পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে। আর প্রতিটি স্থানে পর্যটকদের জন্য হটলাইন নাম্বার দেয়া আছে প্রয়োজনের জরুরি কল দিলে মুহুর্তে মধ্যে ট্যুরিস্ট পুলিশ সেখানে পৌছে যাবে।

এবিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন কর্মকর্তাদের আলোচনা সাপেক্ষে আগামিকাল থেকে পর্যটকদের জন্য দেবতাকুম খুলে দেয়া সিদ্ধান্ত হয়েছে। আশা করছি আবারো পর্যটকদের পদচারণা মুখরিত হবে।

ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক, শামীম আরা রিনি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন