parbattanews

উপকূলের জলদস্যু সম্রাট ইউনুস গ্রেফতার

গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়াসহ উপকূলের আতঙ্ক জলদস্যু সম্রাট মোহাম্মদ ইউনুসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ রাউন্ড গুলি। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ফিশিং বোট পোড়ানোসহ জলসদ্যুতার অপরাধে অন্তত ডজন খানেক মামলা রয়েছে।

তন্মধ্যে ৬টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা লেমশীখালী ইউনিয়নের মুন্সিমিয়াজির পাড়াস্থ শ্বশুড় বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউনুস একই ইউনিয়নের মিয়ার কাটাস্থ হায়দার পাড়ার নজির আহমদের ছেলে।

কুতুবদিয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া জানান, শ্বশুড় বাড়িতে আত্মগোপনে রয়েছে-এমন সংবাদ পেয়ে জলদস্যু সম্রাট ইউনুসকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড গুলি। নতুন করে আরও একটি অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version