parbattanews

উপজাতি শিক্ষকের বেদম প্রহারের শিকার বাঙ্গালী শিশু

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যংঘাট প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতী বিন্দু চাকমা (৪৫) ও তার সহযোগী কর্তৃক বেদম মারধরের শিকার হয়েছে মো. আনিসুর রহমান (১৩) নামের এক বাঙ্গালী শিশু।

প্রহৃত আনিসুর রহমান মাইসছড়ি ইউনিয়নের কালো পাহাড় গ্রামের স্থায়ী বাসিন্দা মো. শহিদ আলীর মেজো ছেলে। রোববার (২৪ জুন) বেলা ৩ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, কালো পাহাড়ের বাসিন্দা মো. শহিদ আলীর ছেলে আনিসুর পার্শ্বস্থ পশ্চিম ক্যংঘাট প্রথমিক বিদ্যালয়ের পাশে গরু আনতে গেলে, গরু বীজ ধান খেয়েছে বলে অভিযোগ করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতী বিন্দু চাকমা ও তার বাড়ির কাজের লোক শিশু আনিসুরকে ধরে নিয়ে লোহার রট এবং দা দিয়ে বেদমভাবে প্রহর করে।

পরবর্তিতে তাকে উদ্ধার করে মহালছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তার শরীরে বেশ কিছু যখমের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে সে আশংকামুক্ত হয়েছে।

Exit mobile version