parbattanews

উপজাতীরাই ইতি চাকমাকে ধর্ষণ করার পর হত্যা করেছে

image copy

 প্রেস বিজ্ঞপ্তি:

উপজাতীরাই খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্রী ইতি চাকমাকে ধর্ষণ করার পর র্নিমম ভাবে হত্যা করেছে।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।

এ ধর্ষণ এবং হত্যার তীব্র নিন্দা ও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে মামুন ভুঁইয়া বলেন, উপজাতীয় বা অন্যান্য নারীরা ধর্ষিত হলে দোষ চাপানো হচ্ছে বাঙালিদের উপর। পার্বত্য চট্টগ্রাম থেকে এভাবে দোষ চাপানোর ফলে প্রকৃত অপরাধীরা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। অথচ ইতিচাকমার দুলা ভাইকে এখনও গ্রেফতার করা হয়নি। আমরা নিশ্চিত যে তাকে গ্রেফতার করে রিমান্ড দিলে সত্যি ঘটনা এমনিতেই বের হয়ে আসবে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতি চাকমার মত নারীদের নির্যাতন বন্ধ করতে হলে অযথা বাঙালিদের উপর দোষ চাঁপানোর বদঅভ্যাস ত্যাগ করতে হবে।

উপজাতি বাঙালিসহ সকল জাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে মামুন ভুঁইয়া বলেন, আসুন কালোকে কালো বলার সাহস রাখি। নিজেদের মধ্যে হিংসাত্মক মনোভাব দূর করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রশাসনকে সহায়তা করি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ন্যাপ ভাষানীর সভাপতি মোস্তাক আহমেদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম মনির, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সেক্রেটারী সারোয়ার জাহান খান, নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এনামুল হক কাদের, এ্যাডভোকেট সারোয়ার হোসেন, ছাত্র নেতা রিয়াদ, খাইরুল, আলামিন প্রমুখ।

Exit mobile version