উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কর্মরত ৯৬২ জন এমএলএসএস গণের চাকুরী ২ বছরেও স্থায়ী হয়নি

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
৯৬২ জনের এমএলএসএসদের  চাকুরী নিয়োগের  পর দীর্ঘ ২ বছরেও স্থায়ী হয়নি। এনিয়ে তাঁরা চরম অনিশ্চয়তায়  ভূগছেন। অথচ একই সাথে নিয়োগপ্রাপ্ত দেশের ৪৮১টি উপজেলায় উপজেলা পরিষদের রাজস্ব খাতে সৃজিত সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক এই দুই ক্যাটাগরির ৯৬২ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। যা ২০১১সনের ১৫ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব খালিদ পারভেজ খান স্বাক্ষরিত স্মারক নং-৪৬, ০৪৬, ০১১.০০.০০২.২০০৯-৬০৩ মূলে জারী করা হয়েছে।

অথচ উক্ত স্মারকপত্রে জারীকৃত ছাড়পত্রে ৩নং কলামে পরিস্কার উল্লেখ রয়েছে জনপ্রশাসন এবং অর্থবিভাগ কর্তৃক প্রণীত আউট সোর্সিং নীতিমালা জারীর পর প্রতি উপজেলায় ২ জন করে মোট ৯৬২ জন এমএলএসএস পদ পরবর্তীতে  পূরনের জন্য ছাড়পত্র প্রদান করা হবে। কিন্তু ২ বছরেও কাংখিত সেই ছাড়পত্র জারী করা হয়নি। সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দেশের ৪৮১ টি উপজেলায় ২জন করে মোট ৯৬২ জন এমএলএসএস উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে দৈনিক ১৮০ টাকা মজুরীর  ভিত্তিতে স্ব-স্ব উপজেলা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমএলএসএস গণের নিয়োগ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সেই পরবর্তী নির্দেশনা দীর্ঘ ২ বছরেও আসেনি। এভাবে ২ বছর ধরে ঝুলছে  দেশের ৪৮১ টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে কর্মরত ৯৬২ জন এমএলএসএসগণের নিয়োগ । চাকুরী স্থায়ী হবে এই আশায় তাঁরা অন্য কোথাও যেতে পারছেন না। চরম অনিশ্চতায় সীমাহীন অর্থকষ্টে জীবন যাপন করছেন এসব অসহায় এমএলএসএসগণ।

এ ব্যাপারে গতকাল ৯ জুন দুপুরে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া বলেন- নিয়োগকৃত এমএলএসএস গণের যাবতীয় তথ্য মন্ত্রণালয় থেকে চাহিত যাবতীয় কাগজপত্র যথাসময়ে প্রেরণ করা হয়েছে। চূড়ান্ত নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারভূক্ত।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন