parbattanews

উপজেলা নির্বাচনে বান্দরবানে ১২ জনের প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি:

২য় ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের ৭ উপজেলায় মোট ১০জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ২জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

জেলা ও উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে- চেয়ারম্যান পদে ২জন ও পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে ১০ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন।

তারা হলেন- বান্দরবান সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদ থেকে মো. ফারুখ আহমদ ও গোলাম মোস্তফা।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মো. ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান থেকে জুহুরা বেগম।

লামা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা।

রোয়াংছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ক্যাসাইনু মারমা, থুইহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থুইনুপ্রু মারমা ও ক্রুইমুইউ মারমা।

থানচি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অনিল ত্রিপুরা। মজিলা ভাইস চেয়ারম্যান পদে বকুলী মারমা।

রুমা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে জিংএং মারমা। তবে আলীকদম উপজেলা থেকে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের চূড়ান্ত প্রার্থী অধ্যাপক মো. শফি উল্লাহার পাশাপাশি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানী। এছাড়াও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের আরেক সমর্থক অধ্যাপক ফরিদ ও তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি।

Exit mobile version